শামুক পরাগী ফুল কাকে বলে

শামুক পরাগী ফুল কাকে বলে

যেসব ফুলের পরাগযােগ শামুকের সাহায্যে হয় , তাকে শামুক পরাগী ফুল বা ম্যালাকোফিলি ফুল বলে । 

শামুক পরাগী ফুলের উদাহরণ : 

কচু , মানকচু , ওল ইত্যাদি । 

শামুক পরাগী ফুলের বৈশিষ্ট্য 

i. শামুকপরাগী ফুলগুলি একটি ঘনসন্নিবিষ্ট মঞ্জরিদন্ড উৎপন্ন করে । 

ii. মঞ্জরিদন্ডটি রঙিন চমসা ( spathe ) দ্বারা আবৃত থাকে , যা পতাকার মতাে দেখতে লাগে এবং এটি শামুকদের আকৃষ্ট করে । শামুক মঞ্জরিদন্ড খেতে এলে পরাগযােগ ঘটে । 

error: Content is protected !!