জীবন বিজ্ঞান

পতঙ্গ পরাগী ফুল কাকে বলে

পতঙ্গ পরাগী ফুল কাকে বলে

যেসব ফুলের পরাগযােগ পতঙ্গের মাধ্যমে ঘটে , তাদের পতঙ্গ পরাগী ফুল বা এন্টোমোফিলি ফুল বলে । 

পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ : 

বেল , জুই , পদ্ম , শালুক ইত্যাদি ।

পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য 

i. পতঙ্গকে আকৃষ্ট করার জন্য ফুলগুলি উজ্জ্বল বর্ণময় হয় । দলমন্ডল নানা বর্ণের হয় । 

ii. ফুলগুলি সুমিষ্ট গন্ধযুক্ত ও মিষ্টিরস ( nectar ) যুক্ত হয় । 

iii. ফুলগুলি ক্ষুদ্র হলে পুষ্পমঞ্জরি গঠন করে । 

iv. পরাগরেণু কণ্টকযুক্ত ও আঠালাে হয় । সহজে গর্ভমুন্ডে আটকে যায় । 

v. গর্ভমুন্ড অমসৃণ ও আঠালাে হয় । 

vi. অনেক ফুলের পরাগ সুস্বাদু ও মিষ্টস্বাদ যুক্ত হয় । 

error: Content is protected !!