প্রাণী পরাগী ফুল কাকে বলে

প্রাণী পরাগী ফুল কাকে বলে

যেসব ফুলে প্রাণীর সাহায্যে পরাগযােগ ঘটে তাদের প্রাণী পরাগী ফুল বলে । 

পরাগী ফুল নিম্নলিখিত প্রকারের হয় 一

i. এন্টোমোফিলি ( Entomophily ) : কীট-পতঙ্গের সাহায্যে পরাগযােগ ঘটে । 

ii. অ্যানথ্রোপােফিলি ( Anthropophily ) : মানুষের সাহায্যে পরাগযােগ ঘটে । 

iii. অরনিথােফিলি ( Ornithophily ) : পাখির সাহায্যে পরাগযােগ ঘটে । 

iv. মিরমেকোফিলি ( Mymecophily )  ঃ পিপীলিকার সাহায্যে পরাগযােগ ঘটে ।

v. ফ্যালেনােফিলি ( Phaloenophily ) : মথের সাহায্যে পরাগযােগ ঘটে । 

vi. কাইরােপটেরােফিলি ( Chiropterophily ) : বাদুড়ের সাহায্যে পরাগযােগ ঘটে । 

vii. হাইমেনােপটেরােফিলি ( Hymenopterophily )  ঃ মৌমাছির সাহায্যে পরাগযােগ ঘটে । 

viii. ম্যালাকোফিলি ( Malacophily ) : শামুকের সাহায্যে পরাগযােগ ঘটে । 

ix. সাইকোফিলি ( Psychophily ) : প্রজাপতির সাহায্যে পরাগযােগ ঘটে ।

error: Content is protected !!