জল পরাগী ফুল কাকে বলে
জল পরাগী ফুল কাকে বলে

যেসব ফুলে জলের মাধ্যমে পরাগযােগ ঘটে , তাদের জল পরাগী ফুল বা হাইড্রোফিলি ফুল বলে ।
জল পরাগী ফুলের উদাহরণ :
পাতাশ্যাওলা , পাতাঝাঝি ইত্যাদি ।
জল পরাগী ফুলের বৈশিষ্ট্য
i. ফুলগুলি বর্ণহীন , গন্ধহীন , অনুজ্জ্বল ও ক্ষুদ্রাকৃতির ।
ii. যেসব জলজ উদ্ভিদের পরাগযােগ জলের ওপর ভাসমান অবস্থায় হয় ( যেমন — পাতাঝাঝি ) , তাদের পরাগরেণু হালকা হয় ।
iii. যেসব জলজ উদ্ভিদের পরাগযােগ জলের তলায় ঘটে ( যেমন — সেরাটোফাইলাম ) , তাদের পরাগরেণু ভারী হয় ।
iv. ফুলগুলি একলিঙ্গ হয় এবং পুংপুষ্প ও স্ত্রীপুষ্প ভিন্ন উদ্ভিদদেহে জন্মায় ।
v. পাতাশ্যাওলা উদ্ভিদ পূর্ণ নিমজ্জিত উদ্ভিদ ; কিন্তু এদের পরাগযােগ জলের ওপরতলে হয় । পরাগযােগের সময় পরিণত পুংপুষ্পগুলি বিচ্ছিন্ন হয়ে জলের ওপর ভাসতে থাকে এবং স্ত্রীপুষ্পের কুন্ডলিত বৃন্তের প্যাচ খুলে গিয়ে জলের ওপরতলে উঠে আসে । পুংপুষ্পগুলি জলে ভেসে স্ত্রীপুষ্পের কাছে আসে এবং পরাগযােগ ঘটে ।