জীবন বিজ্ঞান

বায়ু পরাগী ফুল কাকে বলে

বায়ু পরাগী ফুল কাকে বলে

Screenshot ২০২১০৬২৯ ১০০৪৪৫

যেসব ফুলে বায়ুর মাধ্যমে পরাগযােগ ঘটে , তাদের বায়ু পরাগী ফুল বা অ্যানিমােফিলি ফুল বলে ।

বায়ু পরাগী ফুলের উদাহরণ :

পাইন , ধান , গম , ভুট্টা ইত্যাদি ফুল বায়ুপরাগী ।

বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য

i. পরাগরেণুগুলি হালকা , ক্ষুদ্র ও মসৃণ হয় , ফলে সহজেই বাতাসে ভেসে স্থানান্তরিত হতে পারে । 

ii. ফুলগুলি বর্ণহীন , অনুজ্জ্বল ও গন্ধহীন । 

iii. ফুলে মকরন্দ ( necter ) পুষ্পবিন্যাস থাকে না । 

iv. পরাগধানী লম্বা হয় এবং দলমন্ডলের বাইরে অবস্থান করে । 

v. বায়ুর দ্বারা বাহিত হওয়ার সময় প্রচুর সংখ্যক পরাগরেণু অপচয় হয় বলে এই প্রকার ফুলে প্রচুর পরিমাণে পরাগরেণু উৎপন্ন হয় । 

vi. অনেকসময় ( যেমন — পাইন ) পরাগরেণু পক্ষলযুক্ত হয় , ফলে বাতাসে ভেসে স্থানান্তরিত হতে পারে ।  

vii. ভাসমান পরাগরেণু ধরার জন্য গর্ভকেশর লম্বা হয় এবং গর্ভমুন্ড শাখান্বিত , রােমশ , পক্ষল ও আঠালো হয় ।

error: Content is protected !!