স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ এর পার্থক্য
স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ এর পার্থক্য
স্বপরাগযোগ ও ইতর পরাগযােগের মধ্যে পার্থক্যগুলি হল ㅡ
স্বপরাগযোগ :
1. এইপ্রকার পরাগযােগ একই ফুলের মধ্যে সম্পন্ন হয় ।
2. সাধারণত বাহকের ওপর নির্ভরশীল নয় ।
3. পরাগরেণুর অপচয় কম হয় ।
4. উভলিঙ্গ ফুলে ঘটে ।
5. নতুন বৈশিষ্ট্যের সন্নিবেশ ঘটে না ।
6. নতুন প্রজাতি সৃষ্টির সম্ভাবনা কম ।
7. এটি একটি অধিকতর নিশ্চিত প্রক্রিয়া ।
8. স্বপরাগযােগ জিনােটাইপগত বিশুদ্ধ অপত্যের সৃষ্টিতে সাহায্য করে ।
9. সময়ের সঙ্গে ফলনের অবনতি ঘটে ।
10. উভলিঙ্গ ফুলে প্রস্ফুটন ব্যতীত স্বপরাগযােগ ঘটতে পারে ।
ইতর পরাগযোগ :
1. এইপ্রকার পরাগযােগ দুটি ভিন্ন ফুলের মধ্যে সম্পন্ন হয় ।
2. বাহকের ওপর সম্পূর্ণ নির্ভরশীল ।
3. পরাগরেণুর অপচয় বেশি হয় ।
4. উভলিঙ্গ এবং একলিঙ্গ উভয়প্রকার ফুলে ঘটে ।
5. নতুন বৈশিষ্ট্যের সন্নিবেশ ঘটে ।
6. নতুন প্রজাতি সৃষ্টির সম্ভাবনা বেশি ।
7. এটি একটি অনিশ্চিত প্রক্রিয়া ।
8. ইতর পরাগযােগ জিনােটাইপগত অবিশুদ্ধ অপত্যের সৃষ্টি করে ।
9. সময়ের সঙ্গে ফলনের অবনতি ঘটে না ।
10. ফুলের প্রস্ফুটন হলেই ইতর পরাগযােগ সম্ভব ।