পরাগযোগ কাকে বলে

Contents

পরাগযোগ কাকে বলে

Screenshot ২০২১০৬২৯ ০৯২০১৯
পরাগযোগ কাকে বলে

ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা একই গাছের অন্য ফুলের বা একই প্রজাতির অন্য গাছের ফুলের গর্ভমুন্ডে স্থানান্তরণকে পরাগযোগ বা পরাগায়ন বলে । ব্যক্তবীজী উদ্ভিদের পরাগরেণু সরাসরি অনাবৃত ডিম্বকের ওপর পতিত হয়ে পরাগযােগ ঘটায় । 

পরাগযোগের প্রকারভেদ

পরাগযােগ প্রধানত দু-প্রকারের , যথা — স্বপরাগযােগ ও ইতর পরাগযােগ । 

স্বপরাগযোগ :

যখন কোনাে ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুন্ডের ওপর পতিত হয় , তখন তাকে স্বপরাগযােগ বলে । উদাহরণ — উভলিঙ্গ ফুলে সাধারণত স্বপরাগযােগ দেখা যায় । শিম , টম্যাটো , সন্ধ‍্যামালতী ইত‍্যাদি ।

স্বপরাগযােগ দু-প্রকার — অটোগ্যামি ( Autogamy ) এবং গেইটোনোগ্যামি ( Geitonogamy ) । স্বপরাগযােগ যখন একই ফুলের মধ্যে ঘটে তখন তাকে অটোগ্যামি বলে । স্বপরাগযােগ যখন একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে ঘটে তখন তাকে গেইটোনোগ্যামি বলে । 

ইতর পরাগযোগ :

যখন কোনাে ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনাে গাছের ফুলের গর্ভমুন্ডে পতিত হয় , তখন তাকে ইতর পরাগযোগ বলে । উদাহরণ — তাল , পেঁপে ইত্যাদি ।

error: Content is protected !!