পরাগযোগ কাকে বলে
Contents
পরাগযোগ কাকে বলে

ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা একই গাছের অন্য ফুলের বা একই প্রজাতির অন্য গাছের ফুলের গর্ভমুন্ডে স্থানান্তরণকে পরাগযোগ বা পরাগায়ন বলে । ব্যক্তবীজী উদ্ভিদের পরাগরেণু সরাসরি অনাবৃত ডিম্বকের ওপর পতিত হয়ে পরাগযােগ ঘটায় ।
পরাগযোগের প্রকারভেদ
পরাগযােগ প্রধানত দু-প্রকারের , যথা — স্বপরাগযােগ ও ইতর পরাগযােগ ।
স্বপরাগযোগ :
যখন কোনাে ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুন্ডের ওপর পতিত হয় , তখন তাকে স্বপরাগযােগ বলে । উদাহরণ — উভলিঙ্গ ফুলে সাধারণত স্বপরাগযােগ দেখা যায় । শিম , টম্যাটো , সন্ধ্যামালতী ইত্যাদি ।
স্বপরাগযােগ দু-প্রকার — অটোগ্যামি ( Autogamy ) এবং গেইটোনোগ্যামি ( Geitonogamy ) । স্বপরাগযােগ যখন একই ফুলের মধ্যে ঘটে তখন তাকে অটোগ্যামি বলে । স্বপরাগযােগ যখন একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে ঘটে তখন তাকে গেইটোনোগ্যামি বলে ।
ইতর পরাগযোগ :
যখন কোনাে ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনাে গাছের ফুলের গর্ভমুন্ডে পতিত হয় , তখন তাকে ইতর পরাগযোগ বলে । উদাহরণ — তাল , পেঁপে ইত্যাদি ।