জীবন বিজ্ঞান

নিয়ত পুষ্পবিন্যাস ও অনিয়ত পুষ্পবিন্যাস এর পার্থক্য

নিয়ত পুষ্পবিন্যাস ও অনিয়ত পুষ্পবিন্যাস এর পার্থক্য

নিয়ত পুষ্পবিন্যাস ও অনিয়ত পুষ্পবিন্যাসের মধ্যে পার্থক্য গুলি হল—

নিয়ত পুষ্পবিন্যাস :

1. মঞ্জরিদন্ডের বৃদ্ধি সীমিত । 

2. মঞ্জরিদন্ডের শীর্ষে পুষ্পমুকুল থাকে । 

3. মঞ্জরিদন্ডের শীর্ষে সর্বপরিণত ফুল অবস্থান করে । 

4. ফুলগুলি নিম্নোন্মুখভাবে ফোটে । 

5. ফুলগুলি অপকেন্দ্রিকভাবে ফোটে । 

6. এক্ষেত্রে মঞ্জরিদন্ড যুক্তাক্ষ ( sympodial ) বিশিষ্ট । 

7. মঞ্জরিদন্ডে শীর্ষ মুকুল নষ্ট হয়ে গেলে নীচে ফুল সৃষ্টি ব্যাহত হয় । 

8. উদাহরণ — জবা , আকন্দ ইত্যাদি ।

অনিয়ত পুষ্পবিন্যাস :

1. মঞ্জরিদন্ডের বৃদ্ধি অনির্দিষ্ট । 

2. মঞ্জরিদন্ডের শীর্ষে পুষ্পমুকুল থাকে না । 

3. মঞ্জরিদন্ডের শীর্ষদেশের কাছাকাছি সর্বকনিষ্ঠ ফুল অবস্থান করে । 

4. ফুলগুলি অগ্রোন্মুখভাবে ফোটে । 

5. ফুলগুলি অভিকেন্দ্রিকভাবে ফোটে । 

6. এক্ষেত্রে মঞ্জরিদন্ড একাক্ষ ( monopodial ) বিশিষ্ট । 

7. মঞ্জরিদন্ডে শীর্ষ মুকুল নষ্ট হয়ে গেলে ফুল সৃষ্টি ব্যাহত হয় । 

8. উদাহরণ — সরষে , রজনিগন্ধা , কালকাসুন্দা ইত্যাদি ।

error: Content is protected !!