পুষ্পবিন্যাস কাকে বলে

Contents

পুষ্পবিন্যাস কাকে বলে

পুষ্পবিন্যাস কাকে বলে

কান্ডের শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন শাখা বা শাখাতন্ত্রের ওপর পুষ্প বা পুষ্প সমূহের বিন্যাস পদ্ধতিকে পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি বলে । 

যে বিশেষ শাখার ওপর পুষ্প সজ্জিত থাকে , তাকে পুষ্পদন্ড বা মঞ্জরিদন্ড বলে । অনেক সময় মঞ্জরিদন্ড লম্বা না হয়ে চ্যাপটা থালার মতাে বা পেয়ালার মতাে হয় , একে পুষ্পধার বলে । অনেক গাছে মঞ্জরিদন্ডে ফুলগুলি ক্ষুদ্র পাতার মতাে অংশের কক্ষে জন্মায় , একে মঞ্জুরিপত্র  বলে । কোনাে উদ্ভিদে মঞ্জরিপত্র ও ফুলের বৃতির মাঝখানে ক্ষুদ্র পাতার মতাে বা শল্কের মতাে অঙ্গ গঠিত হয় , এদের মঞ্জরি পত্রিকা বলে । 

পুষ্পবিন্যাসের প্রকারভেদ

পুষ্পবিন্যাস প্রধানত তিন প্রকারের । যথা — i. নিয়ত বা সাইমােজ পুষ্পবিন্যাস , ii. অনিয়ত বা রেসিমােজ পুষ্পবিন্যাস এবং iii. বিশেষ বা স্পেশাল পুষ্পবিন্যাস ।

নিয়ত পুষ্পবিন্যাস :

যে পুষ্পবিন্যাসে পুষ্পদন্ডটি সীমিত বৃদ্ধি সম্পন্ন , পুষ্পদন্ডের শীর্ষে ফুল উৎপন্ন হয় এবং ফুলগুলি পুষ্পদন্ডের ওপর নিম্নোন্মুখভাবে বা অপকেন্দ্রিকভাবে ফোটে , তাকে নিয়ত বা সাইমােজ পুষ্পবিন্যাস বলে । উদাহরণ — জবা , বেল , আকন্দ ইত্যাদির পুষ্পমঞ্জরি ।

অনিয়ত পুষ্পবিন্যাস:

যে পুষ্পবিন্যাসে পুষ্পদন্ডটি অনির্দিষ্টভাবে বর্ধিত হয় এবং পুষ্পদন্ডের শীর্ষে কখনও ফুল সৃষ্টি হয় না এবং ফুলগুলি অগ্রোন্মুখভাবে বা অভিকেন্দ্রিকভাবে ফোটে , তাকে অনিয়ত বা রেসিমােজ পুষ্পবিন্যাস বলে । উদাহরণ — সরষে , রজনিগন্ধা , আম ইত্যাদির পুষ্পমঞ্জরি ।

বিশেষ পুষ্পবিন্যাস :

কতকগুলি উদ্ভিদের বিশেষ আকৃতি বিশিষ্ট পুষ্পবিন্যাস বর্তমান । এটি নিম্নলিখিত প্রকারের হয়—

1. হাইপ্যানথােডিয়াম উদাহরণ — ডুমুর , বট 

2. সায়াথিয়াম উদাহরণ — রাংচিতা , লালপাতা 

3. ভার্টিসিলেস্টার উদাহরণ — রক্তদ্রোণ , তুলসী

error: Content is protected !!