পুষ্প প্রতীক কাকে বলে

পুষ্প প্রতীক কাকে বলে

Screenshot ২০২১০৬২৮ ১১২৪৪৭
পুষ্প প্রতীক কাকে বলে

যে চিত্রের সাহায্যে একটি ফুলের মাতৃ অক্ষের সঙ্গে সম্পর্ক যুক্ত বিভিন্ন স্তবকের অংশগুলির সংখ্যা , অবস্থান , বিন্যাস , অমরাবিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য সমূহ প্রদর্শন করা হয় , তাকে পুষ্প প্রতীক বা ফ্লোরাল ডায়াগ্রাম বলে । 

একটি সম্পূর্ণ ফুলকে ওপর থেকে দেখলে দেখা যায় যে সবথেকে বাইরে ওপরে একটি বিন্দুর ( • ) দ্বারা মাতৃঅক্ষ অঙ্কন করা হয় । মাঝখানে চারটি স্তবক বাইরের থেকে ভিতরের দিকে পর্যায়ক্রমে সজ্জিত থাকে — বৃতি , দলমন্ডল , পুংস্তবক ও স্ত্রীস্তবক । সর্বনিম্নে মঞ্জরিপত্র দেখানাে হয় ।

জবা ফুলের পুষ্প প্রতীক

ফুল : সম্পূর্ণ , উভলিঙ্গ , সমাঙ্গ , সবৃন্তক , একক এবং শীর্ষীয় বা কাক্ষিক । 

বৃতি : বৃত্যাংশ 5 টি , যুক্ত , ভালভেট । 

দলমন্ডল : দলাংশ 5 টি , মুক্ত , ট্যুইস্টেড ।

পুংস্তবক : পুংকেশর অসংখ্য একগুচ্ছ ; পরাগধানী বৃক্কাকার ও একপ্রকোষ্ঠী । 

স্ত্রীস্তবক : গর্ভপত্র 5 টি , যুক্ত ডিম্বাশয় গর্ভপাদ , 5 প্রকোষ্ঠ বিশিষ্ট , প্রতিটি প্রকোষ্ঠ 6 টি করে ডিম্বক উপস্থিত অমরাবিন্যাস অক্ষীয় ; গর্ভমুন্ড 5 টি , মুক্ত এবং রােমশ । 

কলা ফুলের পুষ্প প্রতীক

ফুল : মঞ্জরিপত্র যুক্ত , অসমাঙ্গ ও উভলিঙ্গ । 

পুষ্পপুট : পুষ্পপুট 6 টি , দুটি আবর্তে ( 3 + 3 ) সজ্জিত ; বাইরের আবর্তে 3 টি পুষ্পপুট থাকে এবং ভিতরের আবর্তে 3 টি পুষ্পপুটের মধ্যে একটি পৃথকভাবে এবং দুটি বাইরের আবর্তের পুষ্পপুটের সঙ্গে যুক্ত থাকে ।

পুংস্তবক : পুংকেশরগুলি দুটি আবর্তে বিন্যস্ত । বাইরের স্তবকের 3 টি উর্বর । ভিতরের স্তবকের 2 টি উর্বর এবং 1 টি অনুপস্থিত । পরাগধানী দু-প্রকোষ্ঠ বিশিষ্ট । 

স্ত্রীস্তবক : গর্ভপত্র 3 টি , যুক্ত , ডিম্বাশয় গর্ভশীর্ষ , 3 প্রকোষ্ঠ যুক্ত , প্রতিটি প্রকোষ্ঠে দুটি করে ডিম্বক থাকে । অমরাবিন্যাস অক্ষীয় ; গর্ভদন্ড 1 টি , সরল , গর্ভমুন্ড তিন খন্ডবিশিষ্ট ।

error: Content is protected !!