জীবন বিজ্ঞান

পুষ্পপত্র বিন্যাস কাকে বলে

Contents

পুষ্পপত্র বিন্যাস কাকে বলে

Screenshot ২০২১০৬২৬ ১১৫৯০১
পুষ্পপত্র বিন্যাস কাকে বলে

পুষ্পমুকুলে বৃত্যাংশ বা দলাংশগুলির পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত বিন্যাসকে পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন বলে ।

পুষ্পপত্র বিন্যাসের প্রকারভেদ

পুষ্পপত্রবিন্যাস নিম্নলিখিত প্রকারের হয়ে থাকে —

প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাস :

যখন বৃত্যাংশ বা দলাংশগুলি কেবলমাত্র প্রান্ত দ্বারা স্পর্শ করে বা পাশাপাশি সন্নিকটে অবস্থান করে , কিন্তু তারা কখনােই পরস্পরকে আবৃত করে না , তখন তাকে প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাস বা ভ্যালভেট বলে । উদাহরণ — আতা ( Annona squamosa ) , বাবলা ( Acacia arabica ) ইত্যাদি । 

পাকানাে পুষ্পপত্র বিন্যাস :

যখন বৃত্যাংশ বা দলাংশের একপ্রান্ত পাশের বৃত্যাংশ বা দলাংশের প্রান্ত দ্বারা আবৃত থাকে , তখন তাকে ট্যুইস্টেড বা পাকানাে পুষ্পপত্র বিন্যাস বলে । উদাহরণ – জবা , করবী ( Neriumindicum ) ইত্যাদি ।

ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস :

যখন বৃত্যাংশ বা দলাংশের মধ্যে একটির উভয়প্রান্ত আবৃত থাকে এবং আর একটির উভয়প্রান্ত অনাবৃত থাকে এবং বাকি বৃত্যাংশ বা দলাংশগুলি ট্যুইস্টেড পদ্ধতিতে বিন্যস্ত থাকে , তখন তাকে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস বলে । উদাহরণ – কৃষ্ণচূড়া ( Delonirregia ) , কালকাসুন্দা ( Cassia sophera ) ইত্যাদি । 

কুইনকানসিয়াল পুষ্পপত্র বিন্যাস :

যখন বৃত্যাংশ বা দলাংশগুলির মধ্যে দুটির উভয়প্রান্ত অনাবৃত থাকে এবং দুটির উভয়প্রান্ত আবৃত থাকে এবং বাকি বৃত্যাংশ বা দলাংশগুলি ট্যুইস্টেড পদ্ধতিতে সাজানাে থাকে , তখন তাকে কুইনকানসিয়াল পুষ্পপত্র বিন্যাস বলে । উদাহরণ — আকন্দ ( Calotropis gigantea ) , পেয়ারা ( Psidium guajava ) ইত‍্যাদি । 

ধ্বজক পুষ্পপত্র বিন্যাস : 

যখন ফুলের পাঁচটি দলাংশের মধ্যে সর্বাপেক্ষা বড়াে দলাংশটির ( ধ্বজা ) উভয় প্রান্ত অনাবৃত থাকে এবং সেটি দুটি পার্শ্বস্থ দলকে ( পক্ষ ) আবৃত করে রাখে এবং ওই দলাংশ দুটি আবার ভিতরের দিকের ক্ষুদ্রাকৃত দলাংশ দুটিকে ( নৌকা ) আবৃত করে রাখে , তখন তাকে ভেক্সিলারি বা ধ্বজক পুষ্পপত্র বিন্যাস বলে । উদাহরণ – বক , মটর , অতসী ইত্যাদি ।

error: Content is protected !!