জীবন বিজ্ঞান

অধিগর্ভ ডিম্বাশয় ও অধােগর্ভ ডিম্বাশয়

অধিগর্ভ ডিম্বাশয় ও অধােগর্ভ ডিম্বাশয়

অধিগর্ভ ডিম্বাশয় কাকে বলে

ফুলের পুষ্পাক্ষ উত্তল হলে ডিম্বাশয় শীর্ষে অবস্থান করে এবং অন্যান্য স্তবকগুলি নীচের দিকে পর্যায়ক্রমে সাজানাে থাকে ; এই ধরনের ডিম্বাশয়ের অবস্থানকে অধিগৰ্ভ বা সুপিরিয়র ডিম্বাশয় বলে । উদাহরণ — জবা , ধুতরাে । 

অধােগর্ভ ডিম্বাশয় কাকে বলে

ফুলের পুষ্পাক্ষ অবতলাকার হলে ডিম্বাশয় সবথেকে নীচে অবস্থান করে এবং অন্যান্য স্তবকগুলি পর্যায়ক্রমে ওপরের দিকে সাজানাে থাকে ; এই ধরনের ডিম্বাশয়ের অবস্থানকে অধােগর্ভ বা ইনফিরিয়র ডিম্বাশয় বলে । উদাহরণ — কুমড়াে , পেয়ারা ইত্যাদি ।

error: Content is protected !!