হাইপোগাইনাস ফুল পেরিগাইনাস ফুল ও এপিগাইনাস ফুলের পার্থক্য
Contents
হাইপোগাইনাস ফুল পেরিগাইনাস ফুল ও এপিগাইনাস ফুলের পার্থক্য
হাইপোগাইনাস ফুল , পেরিগাইনাস ফুল ও এপিগাইনাস ফুলের মধ্যে পার্থক্যগুলি হল一
হাইপোগাইনাস ফুল :
1. পুষ্পাক্ষ উত্তল প্রকৃতির ।
2. গর্ভপত্র পুষ্পাক্ষের শীর্ষে অবস্থিত ।
3. ডিম্বাশয় অধিগর্ভ ।
4. উদাহরণ : ধুতরা , জবা , বেগুন ।
পেরিগাইনাস ফুল :
1. পুষ্পাক্ষ সমতল বা ঈষৎ অবতল ।
2. গর্ভপত্র অন্যান্য স্তবকের ঈষৎ নীচে বা সমতলে অবস্থিত ।
3. ডিম্বাশয় অধোগর্ভ ।
4. উদাহরণ : বক , মটর , অপরাজিতা ।
এপিগাইনাস ফুল :
1. পুষ্পাক্ষ পেয়ালাকার ।
2. গর্ভপত্র অন্যান্য স্তবকের একেবারে নীচে অবস্থিত ।
3. ডিম্বাশয় অধােগর্ভ ।
4. উদাহরণ : লাউ , কুমড়ো , পেয়ারা ।