এপিগাইনাস ফুল কাকে বলে
এপিগাইনাস ফুল কাকে বলে

ফুলের পুষ্পাক্ষটি যখন পেয়ালার মতাে গহ্বরযুক্ত এবং গর্ভকেশর গহ্বরের ভিতরে আবৃত অবস্থায় অবস্থান করে , আর পুংকেশর , দলমন্ডল ও বৃতি ডিম্বাশয়ের ওপর দিকে পর্যায়ক্রমে সাজানাে থাকে , তখন সেই ফুলকে গর্ভশীর্ষ ফুল বা এপিগাইনাস ফুল বলে এবং সাজানাের রীতিকে এপিগাইনি বলে । এইপ্রকার ফুলের গর্ভাশয়কে অধোগর্ভ বলে ।
এপিগাইনাস ফুলের উদাহরণ :
লাউ , কুমড়াে , পেয়ারা , আপেল ইত্যাদি ।
এপিগাইনাস ফুলের বৈশিষ্ট্য
1. পুষ্পাক্ষ পেয়ালাকার ।
2. গর্ভপত্র অন্যান্য স্তবকের একেবারে নীচে অবস্থিত ।
3. ডিম্বাশয় অধােগর্ভ ।