জীবন বিজ্ঞান

পেরিগাইনাস ফুল কাকে বলে

পেরিগাইনাস ফুল কাকে বলে

Screenshot ২০২১০৬২৬ ১১২৯৫৮1

ফুলের পুষ্পাক্ষটি যখন পেয়ালাকৃতি হয় এবং গর্ভপত্র পুষ্পাক্ষের মধ্যস্থলে , আর পুংস্তবক , দলমন্ডল , বৃতি পুষ্পাক্ষের প্রান্তদেশে পর্যায়ক্রমে সাজানাে থাকে , তখন সেই ফুলকে গর্ভকটি ফুল বা পেরিগাইনাস ফুল বলে এবং এই সাজানাের রীতিকে পেরিগাইনি বলে এইপ্রকার ফুলের গর্ভাশয়কে অধাে-অধিগর্ভ বা অধাে-অধােগর্ভ বলে । 

পেরিগাইনাস ফুলের উদাহরণ :

বক , মটর , গােলাপ ইত্যাদি । 

পেরিগাইনাস ফুলের বৈশিষ্ট্য

1. পুষ্পাক্ষ সমতল বা ঈষৎ অবতল । 

2. গর্ভপত্র অন্যান্য স্তবকের ঈষৎ নীচে বা সমতলে অবস্থিত । 

3. ডিম্বাশয় অধোগর্ভ ।

error: Content is protected !!