হাইপোগাইনাস ফুল কাকে বলে

হাইপোগাইনাস ফুল কাকে বলে

Screenshot ২০২১০৬২৬ ১১২৯৫৮

ফুলের পুষ্পাক্ষটি যখন উত্তল হয় এবং গর্ভপত্র পুষ্পাক্ষের শীর্ষে , আর পুংস্তবক , দলমন্ডলবৃতি পর্যায়ক্রমে নীচের দিকে সাজানাে থাকে , তখন সেই ফুলকে গর্ভপাদ ফুল বা হাইপোগাইনাস ফুল বলে এবং এই সাজানাের রীতিকে হাইপােগাইনি বলে । গর্ভপাদ ফুলে গর্ভাশয়ের স্থান সর্বোচ্চ হওয়ায় গর্ভাশয়কে অধিগৰ্ভ বা সুপিরিয়র ( superior ) বলে । 

হাইপোগাইনাস ফুলের  উদাহরণ :

সরষে , জবা , ধুতরা , বেগুন ইত্যাদি ।

হাইপোগাইনাস ফুলের বৈশিষ্ট্য

1. পুষ্পাক্ষ উত্তল প্রকৃতির । 

2. গর্ভপত্র পুষ্পাক্ষের শীর্ষে অবস্থিত । 

3. ডিম্বাশয় অধিগর্ভ ।

error: Content is protected !!