জীবন বিজ্ঞান

পুষ্প ও অঙ্গজ বিটপের পার্থক্য

পুষ্প ও অঙ্গজ বিটপের পার্থক্য 

পুষ্প ও অঙ্গজ বিটপের মধ্যে পার্থক্যগুলি হল一

পুষ্প :

1. পুষ্পের বৃদ্ধি সীমিত । 

2. শাখা প্রশাখা জন্মায় না । 

3. পর্বগুলি ঘনসন্নিবিষ্ট থাকায় পর্বমধ্য অংশ সুস্পষ্ট নয় । 

4. সাধারণত চারপ্রকার ভিন্ন আকৃতি বিশিষ্ট পুষ্পপত্র ( বৃত্যাংশ , দলাংশ , পুংকেশর এবং গর্ভকেশর ) ধারণ করে ।

5. পুষ্পপত্রগুলি সাধারণত আবর্তে সজ্জিত থাকে । 

6. পুষ্পপত্র কাক্ষিক মুকুল ও উপপত্র ধারণ করে না । 

7. অপরিহার্য স্তাবক রেণুস্থলী ধারণ করে । 

8. বৃতি রক্ষণমূলক কাজ করে , দলমন্ডল পরাগযােগে সহায়তা করে ।

অঙ্গজ বিটপ :

1. অঙ্গজ বিটপের বৃদ্ধি সীমিত নয় । 

2. সাধারণত শাখা প্রশাখা সমন্বিত হয় । 

3. পর্বমধ্য অংশ দীর্ঘ এবং সুস্পষ্ট । 

4. কেবলমাত্র একই প্রকারের পর্ণপত্র ধারণ করে ।

5. পর্ণপত্রগুলি অধিকাংশ ক্ষেত্রে একান্তর বা প্রতিমুখভাবে সজ্জিত থাকে । 

6. পর্ণপত্র সাধারণত কাক্ষিক মুকুল ও উপপত্র ধারণ করে । 

7. রেণুস্থলী ধারণ করে না । 

8. পর্ণপত্র সালােকসংশ্লেষ করে ।

error: Content is protected !!