একলিঙ্গ ফুল ও উভলিঙ্গ ফুল

একলিঙ্গ ফুল ও উভলিঙ্গ ফুল

Screenshot ২০২১০৬২৫ ১৮৩০০৯
একলিঙ্গ ফুল ও উভলিঙ্গ ফুল

একলিঙ্গ ফুল কাকে বলে

যেসব ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবকের মধ্যে যে-কোনাে একটি থাকলে তাকে একলিঙ্গ ফুল বলে । যেসব ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবকের মধ্যে পুংস্তবক থাকে না তাদের স্ত্রীপুষ্প এবং যাদের স্ত্রীস্তবক থাকে না তাদের পুংপুষ্প বলে ।

আবার অনেকগুলি ফুলে বন্ধ্যা পুংস্তবক ও স্ত্রীস্তবক থাকে তাদের ক্লীবফুল বলে । যেমন – কচু ।

একলিঙ্গ ফুলের উদাহরণ 一 কুমড়াে , পেঁপে প্রভৃতি ।

উভলিঙ্গ ফুল কাকে বলে

যেসব ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক উভয়ে উপস্থিত থাকে তাদের উভলিঙ্গ ফুল বলে । 

উভলিঙ্গ ফুলের উদাহরণ 一 করবী , অপরাজিতা প্রভৃতি ।

error: Content is protected !!