ফুলকে পরিবর্তিত বিটপ বলে কেন
Contents
ফুলকে পরিবর্তিত বিটপ বলে কেন

‘ফুল একটি পরিবর্তিত বা রূপান্তরিত বিটপ’ এই উক্তিটি প্রথম ব্যবহার করেছিলেন জার্মান দার্শনিক উল্ফ গ্যাং ভন গেটে ( Wolf Gang Von Goethe )। আপাতদৃষ্টিতে ফুলের সঙ্গে বিটপের সাদৃশ্য সহজে আমাদের চোখে পড়ে না । কিন্তু উৎপত্তি , অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য ও অন্তর্গঠনের প্রকৃতি বিশ্লেষণ করলে প্রমাণ করা যায় ফুল ও বিটপের গঠন একই প্রকার । বহু দিন ধরে অভিব্যক্তির ফলে বিটপ ফুলে রূপান্তরিত হয়েছে । ফুল একটি রূপান্তরিত বিটপ , এই মতবাদের সপক্ষে যুক্তিগুলি নীচে আলােচনা করা হল ।
পুষ্পাক্ষের প্রকৃতি কান্ডের অনুরুপ
( i ) পুষ্পাক্ষকে একটি ক্ষুদ্র কান্ড বলা যায় । এতে কান্ডে মতাে পর্ব ও পর্বমধ্য থাকে । এরা এত কাছাকাছি সজ্জিত থাকে যে সহজে এদের অস্তিত্ব বােঝা যায় না । পুষ্পপত্রগুলি পুষ্পাক্ষের পর্বে পর পর ঘনভাবে সাজানাে থাকে । চাঁপা , কাঁঠালি চাঁপা প্রভৃতি উদ্ভিদের পুষ্পাক্ষ কান্ডের মতাে লম্বা হয় এবং এদের পর্বে মুক্তগর্ভপত্রগুলি সর্পিলভাবে সজ্জিত থাকে ।
( ii ) ঝুমকো লতা ফুলে পুষ্পাক্ষ যথেষ্ট লম্বা । তাই এর মধ্যবর্তী পর্ব ও পর্বমধ্যগুলি অনেকটা লম্বা হয় । বৃতি ও দলমন্ডলের মধ্যবর্তী পর্বমধ্যকে অ্যান্থোফোর ( Anthophore ) বলে । শ্বেতহুড়হুড়ে ফুলে পাপড়ি ও পুংকেশরের মধ্যবর্তী লম্বা পর্বমধ্যকে অ্যানড্রোফোর ( Androphore ) , পুংকেশর ও গর্ভকেশরের মধ্যবর্তী পর্বমধ্যকে গাইনােফোর ( Gynophore ) বলে । অ্যান্থোফোর , অ্যানড্রোফোর ও গাইনােফোরের আকৃতি দেখে বলা যায় এরা কান্ডের রূপান্তর মাত্র ।
( iii ) পুষ্পাক্ষের শীর্ষে স্ত্রীস্তবকের অবস্থানের জন্য পুষ্পাক্ষের বৃদ্ধি সীমিত হয় । কিন্তু অনেকগুলি উদ্ভিদের ক্ষেত্রে পুষ্পাক্ষের অস্বাভাবিক বৃদ্ধির ফলে স্ত্রীস্তবকের উপরে পত্ৰসমন্বিত শাখা সৃষ্টি হয় । এই প্রকার বিটপ জংলি গােলাপ ফুলে ও নাসপাতির ফলের উপরের দিকে অনেক সময় দেখা যায় । একে মনােস্ট্রাস ( Monostrous ) গঠন বলে ।
পুষ্পপত্রের প্রকৃতি পত্রের অনুরূপ
( iv ) ফুলের পুষ্পাক্ষের পর্বে পুষ্পপত্রের ( বৃত্যাংশ , দলাংশ ইত্যাদি ) বিন্যাস অনেকটা পত্রবিন্যাসের মতাে হয় । ফুলের পুষ্পপত্রের বিন্যাস সর্পিল বা আবর্ত । পত্রবিন্যাস ও সর্পিল বা আবর্তাকার হয় । তা ছাড়া পুষ্পপত্রের মুকুলপত্র বিন্যাস এবং বিটপে কচি পাতার বিন্যাস মােটামুটি এক ধরনের হয় ।
( v ) বৃত্যাংশ ও পাপড়িতে পাতার মতাে শিরাবিন্যাস ও পত্ররন্ধ্র থাকে ।
( vi ) অনেকগুলি উদ্ভিদে , যেমন — পদ্ম , শালুক , ডিজেনেরিয়া প্রভৃতি উদ্ভিদের ফুলের পুংদন্ডের আকৃতি স্ফীত এবং ফলকের মতাে হয় । তাই মনে করা হয় পাতা রূপান্তরিত হয়ে এই ধরনের পুংকেশর গঠিত হয়েছে ।
( vi ) গােলাপ ও পঞ্চমুখী জবার পুংকেশর পাপড়িতে রূপান্তরিত হয় বলে এদের পাপড়ির সংখ্যা অনেক বেশি । তা ছাড়া সর্বজয়া , দুলাল চাঁপা প্রভৃতি ফুলে একটিমাত্র পুংকেশর উর্বর । বাকি পুংকেশরগুলি পাপড়িতে রূপান্তরিত হয় ।
( viii ) সবুজ গোলাপে বৃত্যাংশ পাতার মতাে এবং পাপড়ি ও পাতার মতাে সবুজ বর্ণের হয় । মুসান্ডা উদ্ভিদের ফুলে পাঁচটি বৃত্যংশের মধ্যে যেকোনাে একটি বৃত্যাংশ পাপড়ির মতাে এবং রং সাদা । মুসান্ডা ফিলিপিকা ফুলে পাঁচটি বৃত্যাংশ পাপড়ির মতাে এবং ঘন লাল বর্ণের হয় ।
( ix ) পিওনিয়া উদ্ভিদে পত্র থেকে বৃত্যাংশ এবং বৃত্যাংশ থেকে পাপড়ি গঠনের মাঝামাঝি অবস্থাগুলি সহজে দেখা যায় ।
( x ) মটর ফুলের ডিম্বাশয়ের গঠন অনেকটা ভাঁজ করা , শিরা যুক্ত সবুজ পাতার মতাে হয় । মনে করা হয় সবুজ পাতা রূপান্তরিত হয়ে ডিম্বাশয় গঠিত হয়েছে । জিনিয়া ফুলের ফুলের গর্ভপত্র বৃত্যাংশের মতন । সর্বজয়া ফুলের গর্ভদন্ড পাপড়ির মতাে চ্যাপ্টা ও রঙিন ।
( xi ) ড্রিমিস্ , ডিজেনেরিয়া প্রভৃতি প্রাচীন উদ্ভিদের গর্ভাশয়ে গর্ভদন্ড ও গর্ভন্ড থাকে না । এদের ক্ষেত্রে গর্ভাশয়ের উপরের দিকে চিরুনির দাঁতের মতাে ক্রেস্ট ( Chrest ) গঠিত । ক্রেস্ট পুংরেণু গ্রহণ করে । এসব গর্ভাশয় অনেকটা দেখতে পাতার মতাে হয় । মনে করা হয় পাতা মুড়ে গর্ভাশয়ের উৎপত্তি হয়েছে ।
( xii ) পদ্মফুলে বৃত্যাংশ থেকে গর্ভাশয় পর্যন্ত পর্যবেক্ষণ করলে দেখা যায় বৃত্যাংশ সবুজ এবং ক্রমশ দলাংশ এবং দলাংশ থেকে পুংকেশর এবং পুংকেশর থেকে গর্ভকেশর গঠিত হয়েছে । এদের মাঝামাঝি অবস্থাগুলি সুস্পষ্টভাবে দেখা যায় । সুতরাং বৃত্যাংশ থেকে ভিতরে বিভিন্ন অঙ্গগুলি ক্রমশ বুপান্তরিত হয়েছে ।
পুষ্প মুকুলের অঙ্গজ মুকুলে রূপান্তর
( xiii ) গ্লোবা , পেঁয়াজ প্রভৃতি উদ্ভিদে পুষ্পমুকুল বুলবিল নামে অঙ্গজ মুকুলে রূপান্তরিত হয় । বুলবিল মাটিতে পড়ে অনুকূল পরিবেশে নতুন উদ্ভিদ সৃষ্টি করে ।
উপরের যুক্তি ও প্রমাণ থেকে পরিষ্কার ভাবে প্রমাণিত হয় , ফুল প্রকৃতপক্ষে একটি পরিবর্তিত বিটপ । তা ছাড়া বিখ্যাত বিজ্ঞানী ইমস ( Eames , 1960 ) বহু উদ্ভিদের সংবহন কলার গঠন , বিভিন্ন ফুলে এর গঠন বিন্যাস ইত্যাদি পরীক্ষানিরীক্ষা করে বলেছেন ফুল হল প্রকৃতপক্ষে রূপান্তরিত বিটপ ।