বহুপ্রতিসম ফুল কাকে বলে
বহুপ্রতিসম ফুল কাকে বলে

কোনাে ফুলের কেন্দ্রবিন্দুকে নির্দিষ্ট রেখে যদি সেই ফুলকে লম্বালম্বিভাবে কেন্দ্র বরাবর দুটি সমান অংশে বহুবার ভাগ করা যায় , তাকে বহুপ্রতিসম ফুল বলে ।
বহুপ্রতিসম ফুলের উদাহরণ :
জবা , ধুতরা , বেগুন , সরষে ইত্যাদি ফুল ।
বহুপ্রতিসম ফুলের বৈশিষ্ট্য
1. এটা অরীয়ভাবে প্রতিসম ।
2. কেন্দ্রের মধ্যে দিয়ে যেকোনাে উলম্বতলে ছেদ করলে দুটি সমান অর্ধাংশে বিভক্ত হয় ।
3. এটি সমাঙ্গ ফুল ।