জীবন বিজ্ঞান

বহুপ্রতিসম ফুল কাকে বলে

বহুপ্রতিসম ফুল কাকে বলে

Screenshot ২০২১০৬২৪ ১৭৩০০৪1

কোনাে ফুলের কেন্দ্রবিন্দুকে নির্দিষ্ট রেখে যদি সেই ফুলকে লম্বালম্বিভাবে কেন্দ্র বরাবর দুটি সমান অংশে বহুবার ভাগ করা যায় , তাকে বহুপ্রতিসম ফুল বলে । 

বহুপ্রতিসম ফুলের উদাহরণ :

জবা , ধুতরা , বেগুন , সরষে ইত্যাদি ফুল ।

বহুপ্রতিসম ফুলের বৈশিষ্ট্য

1. এটা অরীয়ভাবে প্রতিসম । 

2. কেন্দ্রের মধ্যে দিয়ে যেকোনাে উলম্বতলে ছেদ করলে দুটি সমান অর্ধাংশে বিভক্ত হয় । 

3. এটি সমাঙ্গ ফুল

error: Content is protected !!