জীবন বিজ্ঞান

এক প্রতিসম ফুল কাকে বলে

এক প্রতিসম ফুল কাকে বলে 

Screenshot ২০২১০৬২৪ ১৭৩০০৪
একপ্রতিসম ফুল

কোনাে ফুলকে যদি তার কেন্দ্র বরাবর লম্বালম্বিভাবে কেবলমাত্র একবার দুটি সমান অংশে ভাগ করা যায় , তখন তাকে একপ্রতিসম ফুল বলে । 

এক প্রতিসম ফুলের উদাহরণ :

মটর , অপরাজিতা , বক , শিম ইত্যাদি ফুল ।

এক প্রতিসম ফুলের বৈশিষ্ট্য

1. এটা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম । 

2. কেন্দ্রের মধ্যে দিয়ে একটিমাত্র উলম্বতলে দুটি সমান অর্ধাংশে বিভক্ত হয় । 

3. এটি অসমাঙ্গ ফুল

error: Content is protected !!