এক প্রতিসম ফুল কাকে বলে

এক প্রতিসম ফুল কাকে বলে 

Screenshot ২০২১০৬২৪ ১৭৩০০৪
একপ্রতিসম ফুল

কোনাে ফুলকে যদি তার কেন্দ্র বরাবর লম্বালম্বিভাবে কেবলমাত্র একবার দুটি সমান অংশে ভাগ করা যায় , তখন তাকে একপ্রতিসম ফুল বলে । 

এক প্রতিসম ফুলের উদাহরণ :

মটর , অপরাজিতা , বক , শিম ইত্যাদি ফুল ।

এক প্রতিসম ফুলের বৈশিষ্ট্য

1. এটা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম । 

2. কেন্দ্রের মধ্যে দিয়ে একটিমাত্র উলম্বতলে দুটি সমান অর্ধাংশে বিভক্ত হয় । 

3. এটি অসমাঙ্গ ফুল

error: Content is protected !!