সমাঙ্গ ও অসমাঙ্গ ফুলের পার্থক্য

সমাঙ্গ ও অসমাঙ্গ ফুলের পার্থক্য  

সমাঙ্গ অসমাঙ্গ ফুলের মধ্যে পার্থক্য গুলি হল一

সমাঙ্গ ফুল :

1. এইরকম ফুলের স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে পরস্পর সমান । 

2. প্রত্যেক স্তবকের অংশগুলি সমান আকৃতির । 

3. এইপ্রকার ফুল সর্বদা বহুপ্রতিসম ।

4. উদাহরণ 一 জবা , নয়নতারা , করবী প্রভৃতি ফুল ।

 অসমাঙ্গ ফুল :

1. এইরকম ফুলের স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে পরস্পর অসমান । 

2. প্রত্যেক স্তবক বা একটি বা দুটি স্তবকের অংশ অসমান আকৃতির । 

3. এইরকম ফুল অপ্রতিসম বা একপ্রতিসম । 

4. উদাহরণ 一 বক , অপরাজিতা , মটর প্রভৃতি ফুল ।

error: Content is protected !!