সমাঙ্গ ফুল কাকে বলে
সমাঙ্গ ফুল কাকে বলে
যেসব ফুলে প্রতিটি স্তবকের অংশগুলি সমান অর্থাৎ বৃত্যাংশ , দলাংশ , পুংকেশর ও গর্ভকেশর পরস্পর আকৃতিগত ভাবে একই ধরনের হয় ও সম দূরত্বে অবস্থান করে তাকে সমাঙ্গ ফুল বা সুষম ফুল বলে ।
সমাঙ্গ ফুলের উদাহরণ :
জবা , ধুতরাে প্রভৃতি হল সমাঙ্গ ফুল ।
সমাঙ্গ ফুলের বৈশিষ্ট্য
1. এইরকম ফুলের স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে পরস্পর সমান ।
2. প্রত্যেক স্তবকের অংশগুলি সমান আকৃতির ।
3. এইপ্রকার ফুল সর্বদা বহুপ্রতিসম ।