জীবন বিজ্ঞান

সম্পূর্ণ ফুল ও অসম্পূর্ণ ফুলের পার্থক্য

সম্পূর্ণ ফুল ও অসম্পূর্ণ ফুলের পার্থক্য

সম্পূর্ণ ফুলঅসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্যগুলি হল一

সম্পূর্ণ ফুল :

1. ফুলে চারটি স্তবক বৃতি , দলমন্ডল , পুংস্তবক ও স্ত্রীস্তবক থাকে ।

2. সব সময় ফুল উভলিঙ্গ ।

3. একে আদর্শ পুষ্প বলে ।

4. উদাহরণ 一 জবা , ধুতুরা , মটর , অপরাজিতা ইত্যাদি ।

অসম্পূর্ণ ফুল :

1. ফুলে চারটি স্তবকের মধ্যে এক বা একাধিক স্তবক থাকে না ।

2. ফুল একলিঙ্গ , উভলিঙ্গ বা ক্লীবলিঙ্গ হয়ে পারে ।

3. একে অসম্পূর্ণ পুষ্প বলে । 

4. উদাহরণ 一 লাউ , কুমড়ো , রজনীগন্ধা , বনতুলসী ইত্যাদি ।

error: Content is protected !!