অসম্পূর্ণ ফুল কাকে বলে
অসম্পূর্ণ ফুল কাকে বলে

যে ফুলে বৃতি , দলমন্ডল , পুংস্তবক ও স্ত্রীস্তবক এই চারটি স্তবকের মধ্যে কোনাে একটি স্তবক না থাকলে তাকে অসম্পূর্ণ ফুল বলা হয় ।
অসম্পূর্ণ ফুলের উদাহরণ :
কুমড়াে গাছে দু’রকমের ফুল দেখা যায় , যেমন — পুংপুষ্প ও স্ত্রীপুষ্প । পুংপুষ্পে বৃতি , দলমন্ডল ও পুংস্তবক থাকে , কিন্তু স্ত্রীস্তবক নেই । আবার স্ত্রীপুষ্পে বৃতি , দলমন্ডল ও স্ত্রীস্তবক থাকে , কিন্তু পুংস্তবক থাকে না ।
রজনীগন্ধা ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক থাকলেও বৃতি ও দলমন্ডলের পরিবর্তে পুষ্পপুট থাকে । সুতরাং কুমড়াে , রজনীগন্ধা উভয়ে অসম্পূর্ণ ফুল ।
অসম্পূর্ণ ফুলের বৈশিষ্ট্য
অসম্পূর্ণ ফুলের বৈশিষ্ট্যগুলি হল一
1. ফুলে চারটি স্তবকের মধ্যে এক বা একাধিক স্তবক থাকে না ।
2. ফুল একলিঙ্গ , উভলিঙ্গ বা ক্লীবলিঙ্গ হয়ে পারে ।
3. একে অসম্পূর্ণ পুষ্প বলে ।