সম্পূর্ণ ফুল কাকে বলে
সম্পূর্ণ ফুল কাকে বলে

যে ফুলে বৃতি , দলমন্ডল , পুংস্তবক ও স্ত্রীস্তবক এই চারটি অংশ থাকে তাকে সম্পূর্ণ ফুল বলা হয় ।
সম্পূর্ণ ফুলের উদাহরণ :
সম্পূর্ণ ফুলের উদাহরণ গুলি হল জবা , করবী , ধুতরাে , অপরাজিতা প্রভৃতি ।
সম্পূর্ণ ফুলের বৈশিষ্ট্য
সম্পূর্ণ ফুলের বৈশিষ্ট্যগুলি হল ㅡ
1. ফুলে চারটি স্তবক বৃতি , দলমন্ডল , পুংস্তবক ও স্ত্রীস্তবক থাকে ।
2. সব সময় ফুল উভলিঙ্গ ।
3. একে আদর্শ পুষ্প বলে ।