পুষ্পপুট কাকে বলে
পুষ্পপুট কাকে বলে

বৃতি ও দলমন্ডলকে সাহায্যকারী স্তবক বলা হয় । বেশির ভাগ ফুলে বৃতি ও দলমন্ডল স্তবক দুটি সম্পূর্ণ আলাদা আকৃতির হয় । বৃতি সবুজ বর্ণের এবং দলমন্ডল বিভিন্ন বর্ণের হয় । কতকগুলি ফুলে বৃতি ও দলমন্ডল স্তবক দুটির পরিবর্তে একটি স্তবক থাকে । একে পুষ্পপুট বা পেরিয়ান্থ বলা হয় ।
পুষ্পপুটের প্রতিটি খন্ডাংশকে টেপাল ( Tepal ) বলে । টেপালগুলি বৃতির মতাে সবুজ বা দলের মতাে রঙিন হতে পারে ।
পুষ্পপুটের উদাহরণ :
বৃতির মতাে পুষ্পপুট 一 নারকেল , আমলকী , উলটচন্ডাল , লিলি সুপারি প্রভৃতি ।
দলমন্ডলের মতাে পুষ্পপুট 一 রাস্না , কলাবতী , রজনীগন্ধা , লিলি ইত্যাদি ।