জীবন বিজ্ঞান

ফুলের বৃতি কাকে বলে

ফুলের বৃতি কাকে বলে 

Screenshot ২০২১০৬২২ ১৪৩৯১৯1
ফুলের বৃতি কাকে বলে

ফুলের প্রথম স্তবককে বৃতি বলে । এই স্তবক ছােটো ছােটো সরু পাতার মতাে সবুজ অংশ নিয়ে গঠিত হয় । প্রতিটি ছােটো অংশকে বৃত্যাংশ বলে । জবা ফুলে পাঁচটি বৃত্যাংশ পরস্পর যুক্ত হয়ে নলাকার বৃতি গঠন করে । বৃত্যাংশগুলি পরস্পর যুক্ত থাকে বলে এদের যুক্তবৃতি বলা হয় । 

বৃতির বৈশিষ্ট্য 

1. ফুলের বাইরে থেকে প্রথম স্তবক । 

2. সাধারণত সবুজ । 

3. মসৃণ বা রােমযুক্ত । 

4. পত্ররন্ধ্র থাকে । 

5. বৃতির প্রত্যেকটি অংশকে বৃত্যাংশ বলে । 

6. বৃত্যাংশকে বৃন্ত ও ফলকে বিভক্ত করা যায় না । 

7. গন্ধবিহীন । 

৪. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে । 

9. পরাগযােগে সাহায্য করে না । 

10. ভিতরের স্তবককে রক্ষা ও অনেক সময় বীজ বিস্তারে সাহায্য করে ।

বৃতির কাজ 

বৃতির কাজ গুলি হল一

( i ) বৃতি ফুলের অন্য অংশগুলিকে বৃষ্টি , তাপ ইত্যাদি থেকে রক্ষা করে । 

( ii ) এরা সবুজ বলে পাতার মতাে খাদ্য তৈরি করতে সক্ষম হয় । 

error: Content is protected !!