দলমন্ডল কাকে বলে

দলমন্ডল কাকে বলে  

দলমন্ডল কাকে বলে

বৃতির ভিতরের স্তবককে দলমন্ডল বলে । জবা ফুলে উজ্জ্বল লাল বর্ণের পাঁচটি দলাংশ বা পাপড়ি  দলমন্ডল গঠন করে । দলাংশগুলি আলাদা আলাদা ভাবে থাকে বলে একে বিযুক্তদল বা মুক্তদল বলা হয় । 

দলমন্ডলের বৈশিষ্ট্য

1. ফুলের বাইরে থেকে দ্বিতীয় স্তবক । 

2. সাধারণত সাদা বা রঙিন । 

3. রােম থাকে না । 

4. পত্ররন্ধ্র থাকে না । 

5. দলমন্ডলের প্রত্যেক অংশকে দলাংশ বলে । 

6. দলাংশ বেশির ভাগ ক্ষেত্রে বৃন্ত ও ফলকে বিভক্ত করা যায় । 

7. গন্ধবিহীন বা সুগন্ধযুক্ত হয় । 

৪. খাদ্য তৈরি করতে পারে না । 

9. অনেক সময় পরাগযােগে সাহায্য করে । 

10. ভিতরের স্তবকগুলিকে রক্ষা ও পরাগযােগে সাহায্য করে , কিন্তু বীজ বিস্তারে সাহায্য করে না ।

দলমন্ডলের কাজ

দলমন্ডলের কাজগুলি হল一

( i ) দলমন্ডল ফুলের ভিতরের স্তবকগুলিকে ( পুংস্তবক ও স্ত্রীস্তবক ) রক্ষা করে ।

( ii ) তাছাড়া ফুলের সৌন্দর্য বৃদ্ধি করে । 

( iii ) উজ্জ্বল লাল বর্ণের জন্য পতঙ্গ আকৃষ্ট হয় , ফলে পরাগসংযােগে সাহায্য করে ।

error: Content is protected !!