পুংস্তবক ও স্ত্রীস্তবকের পার্থক্য
পুংস্তবক ও স্ত্রীস্তবকের পার্থক্য
পুংস্তবক ও স্ত্রীস্তবকের মধ্যে পার্থক্যগুলি হল 一
পুংস্তবক :
1. এটি ফুলের তৃতীয় স্তবক , এর প্রতিটি অংশকে পুংকেশর বলে ।
2. প্রতিটি পুংকেশর প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত , যথা — পুংদন্ড ও পরাগধানী ।
3. পুংধানীতে পরাগরেণু সৃষ্টি হয় ।
4. নিষেকের পর পুংকেশরগুলি শুকিয়ে যায় ।
5. পরাগ মিলন ও নিষেকে অংশগ্রহণ করে ।
স্ত্রীস্তবক :
1. এটি ফুলের চতুর্থ স্তবক , এর প্রতিটি অংশকে গর্ভকেশর বলে ।
2. গর্ভকেশর তিনটি অংশ নিয়ে গঠিত , যথা — গর্ভমুন্ড , গর্ভদন্ড ও গর্ভাশয় বা ডিম্বাশয় ।
3. ডিম্বাশয়ের ডিম্বকে ডিম্বাণু সৃষ্টি হয় ।
4. নিষেকের পর ডিম্বাশয় ফল ও ডিম্বক বীজ গঠন করে ।
5. নিষেকে অংশগ্রহণ করে এবং ফল ও বীজ গঠন করে ।