জীবন বিজ্ঞান

বৃতি ও দলমন্ডলের মধ্যে পার্থক্য

বৃতি ও দলমন্ডলের মধ্যে পার্থক্য 

বৃতি ও দলমন্ডলের মধ্যে পার্থক্যগুলি হল 一

বৃতি :

1. এটি ফুলের প্রথম স্তবক এবং সাধারণত সবুজ । 

2. বৃতিতে অনেক সময় রােম থাকে । 

3. বৃতিতে পত্ররন্ধ্র থাকে । 

4. বৃতির প্রতিটি অংশকে বৃত্যাংশ বলে । 

5. সালােকসংশ্লেষে অংশগ্রহণ করে । 

6. ফুলের ভিতরের অন্যান্য স্তবককে রক্ষা করে ও অনেক সময় বীজ বিস্তারে সাহায্য করে ।

দলমন্ডল :

1. এটি ফুলের দ্বিতীয় স্তবক এবং সাধারণত রঙিন ( কয়েকটি ফুলের পাপড়ি সাদা এবং শালুকের নীচের দিকের পাপড়িগুলি সবুজ হয় ) । 

2. দলমন্ডলে রােম থাকে না । 

3. এর পত্ররন্ধ্র থাকে না । 

4. দলমন্ডলের প্রতিটি অংশকে দলাংশ বলে । 

5. সালােকসংশ্লেষে অংশগ্রহণ করে না । 

6. পরাগযােগে সাহায্য করে এবং পুংস্তবক ও স্ত্রীস্তবককে রক্ষা করে কিন্তু বীজ বিস্তারে সাহায্য করে না ।

error: Content is protected !!