জীবন বিজ্ঞান

পুংধর ও স্ত্রীধর এর পার্থক্য

পুংধর ও স্ত্রীধর এর পার্থক্য 

পুংধর ও স্ত্রীধর এর মধ্যে পার্থক্য গুলি হল一

পুংধর :

1. দলমন্ডল ও পুংস্তবকের মধ্যবর্তী পুষ্পাক্ষের প্রলম্বিত অংশ । 

2. পুংধরের ওপর পুংস্তবকের অংশগুলি বিন্যস্ত থাকে । 

3. ঝুমকোলতা , শ্বেতহুড়হুড়ে ফুলে পুংধর দেখা যায় ।

স্ত্রীধর :

1. পুংস্তবক ও স্ত্রীস্তবকের মধ্যবর্তী পুষ্পাক্ষের প্রলম্বিত অংশ । 

2. স্ত্রীধরের ওপর স্ত্রীস্তবকের অংশগুলি বিন্যস্ত থাকে । 

3. শ্বেতহুড়হুড়ে , ক্যাপ্পারিস ফুলে স্ত্রীধর দেখা যায় ।

error: Content is protected !!