আদর্শ ফুল কাকে বলে
আদর্শ ফুল কাকে বলে

সবৃন্তক ফুলের পুষ্পাক্ষের ওপর বৃতি , দলমন্ডল , পুংস্তবক ও স্ত্রীস্তবক এই চারটি স্তবক ক্রমপর্যায়ে সর্পিলাকারে বা আবর্তাকারে সজ্জিত থাকলে এবং প্রতিটি স্তবকের অংশগুলির মধ্যে আকৃতিগত সাদৃশ্য থাকলে সেই ফুলকে আদর্শ ফুল বলে ।
আদর্শ ফুলের উদাহরণ : জবা , ধুতুরা , অপরাজিতা , মটর , বক ফুল ইত্যাদি ।
আদর্শ ফুলের বিভিন্ন অংশ
আদর্শ ফুলের প্রধান অংশগুলি হল — পুষ্প বৃন্ত , পুষ্পাক্ষ এবং পুষ্পস্তবক । পুষ্পস্তবকের অংশগুলি হল — বৃতি , দলমন্ডল , পুংস্তবক ও স্ত্রীস্তবক ।
জবা ফুলকে আদর্শ ফুল বলা হয় কেন
জবা ফুলে আদর্শ ফুলের সব অংশগুলিই অর্থাৎ বৃতি , দলমন্ডল , পুংস্তবক , স্ত্রীস্তবক বিদ্যমান , তাই জবা ফুলকে আদর্শ ফুল বলা হয় ।