অপসারী ও অভিসারী শিরাবিন্যাসের পার্থক্য

অপসারী ও অভিসারী শিরাবিন্যাসের পার্থক্য  

অপসারী শিরাবিন্যাস ও অভিসারী শিরাবিন্যাসের মধ্যে পার্থক্যগুলি হল一

অপসারী শিরাবিন্যাস :

1. এই রকম শিরা বিন্যাসে প্রধান শিরাগুলি বৃন্তের শীর্ষ থেকে উৎপন্ন হয়ে ফলকের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে ফলকের কিনারার বিভিন্ন প্রান্তে শেষ হয় । 

2. উদাহরণ — কুমড়াে পাতা , তালপাতা ।

অভিসারী শিরাবিন্যাস :

1. এইপ্রকার শিরাবিন্যাসে প্রধান শিরাগুলি বৃন্তের শীর্ষ থেকে উৎপন্ন হয়ে ফলকের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে পুনরায় ফলকের অগ্রে মিলিত হয় । 

2. উদাহরণ — তেজপাতা , বাঁশপাতা ।

error: Content is protected !!