জীবন বিজ্ঞান

সমাঙ্গপৃষ্ঠ পাতা কাকে বলে

সমাঙ্গপৃষ্ঠ পাতা কাকে বলে

index 6
সমাঙ্গপৃষ্ঠ পাতা কাকে বলে

যেসব পাতার উভয় তলেই সূর্যালােক পাওয়ায় উভয় তলই মসৃণ হয় এবং উভয় তলে পত্ররন্ধ্র উপস্থিত , তাকে সমাঙ্গপৃষ্ঠ পাতা বলে । উদাহরণ — কলাপাতা , বাঁশপাতা ইত্যাদি।

সমাঙ্গপৃষ্ঠ পাতার বৈশিষ্ট্য 

1. মেসােফিল কলা সমসত্ত্ব ( homogeneous ) প্রকৃতির অর্থাৎ এটি শুধুমাত্র একপ্রকার প্যারেনকাইমা কোশ ( প্যালিসেড অথবা স্পঞ্জি ) দ্বারা গঠিত । 

2. পত্ররন্ধ্র উভয় ত্বকে ( উর্ধ্ব ও নিম্ন ) থাকে । 

3. নালিকা বান্ডিলগুলি একই সারিতে সমানভাবে সাজানাে থাকে । 

4. বান্ডিল আবরণীর কোশগুলি ক্লোরােপ্লাস্ট যুক্ত । 

5. বান্ডিল আবরণী একস্তরী বা দ্বিস্তরী হতে পারে । 

6. পত্ররন্ধ্রের রক্ষীকোশ ডাম্বেল আকৃতি বিশিষ্ট ।

error: Content is protected !!