বিষমপৃষ্ঠ পাতা কাকে বলে

বিষমপৃষ্ঠ পাতা কাকে বলে

Screenshot 2021 06 20 at 10 47 11 leaf saloksongles webp WEBP Image 640 × 427
বিষমপৃষ্ঠ পাতা কাকে বলে

যেসব পাতায় কেবল উপরের পৃষ্ঠে সূর্যালােক পড়ায় উপরিতল মসৃণ এবং নিম্নতল অমসৃণ এবং পত্ররন্ধ্র কেবল নিম্নত্বকে থাকে , তাদের বিষমপৃষ্ঠ পাতা বলে । উদাহরণ — জবা , আম ,‌ বট , অশ্বত্থ প্রভৃতি উদ্ভিদের পাতা।

বিষমপৃষ্ঠ পাতার বৈশিষ্ট্য

1. মেসােফিল কলা অসমসত্ত্ব ( heterogeneous ) প্রকৃতির অর্থাৎ এটি প্যালিসেড ও স্পঞ্জি প্যারেনকাইমা কোশ দ্বারা গঠিত । প্যালিসেড কোশগুলি ঊর্ধ্বত্বকের সঙ্গে সমকোণে বিন্যস্ত থাকে । 

2. কেবলমাত্র নিম্নত্বকে পত্ররন্ধ্র থাকে ।

3. নালিকা বান্ডিলগুলি অসমভাবে ( irregularly ) বিন্যস্ত থাকে । 

4. বান্ডিল আবরণীতে ক্লোরােপ্লাস্ট থাকে না । 

5. বান্ডিল আবরণী সাধারণত একস্তরী । 

6. পত্ররন্ধ্রের রক্ষীকোশ বৃক্কের আকৃতি বিশিষ্ট ।

error: Content is protected !!