পর্ণকান্ড ও পর্ণবৃন্তের পার্থক্য

পর্ণকান্ড ও পর্ণবৃন্তের পার্থক্য

পর্ণকান্ড ও পর্ণবৃন্তের মধ্যে পার্থক্যগুলি হল一

পর্ণকান্ড :

1. কান্ডের রূপান্তর । 

2. পর্ণকান্ডে পাতা কন্টকে রূপান্তরিত । 

3. পর্ব ও পর্বমধ্য থাকে । 

4. বৃদ্ধি অনিয়ত । 

5. রসালাে গঠন , জল ও খাদ্য সঞ্চয় করে । 

6. অঙ্গজ জননে অংশগ্রহণ করে ।

পর্ণবৃন্ত :

1. পত্রবৃন্তের রূপান্তর । 

2. পত্রবৃন্তে কন্টক থাকে না । 

3. পর্ব ও পর্বমধ্য থাকে না । 

4. বৃদ্ধি সীমিত । 

5. সাধারণত রসালাে হয় না । 

6. অঙ্গজ জননে কোনাে ভূমিকা নেই ।

error: Content is protected !!