পত্রকন্টক কি
পত্রকন্টক কি
সম্পূর্ণ পাতা বা পাতার অংশবিশেষ শক্ত ছুঁচোলাে কণ্টকে পরিণত হয় । এই পত্ৰকণ্টক বাষ্পমােচনের হারকে হ্রাস করে এবং তৃণভােজী প্রাণীদের আক্রমণ থেকে রক্ষা করে । পত্রকণ্টক নিম্নলিখিত প্রকারের হয়—
i. সমগ্র ফলক কণ্টকে পরিণত হয় । যেমন — ফণীমনসা ( Opuntia ) ।
ii. পত্রাগ্র কন্টকে পরিণত হয় । যেমন — খেজুর ( Phoenix ) ।
iii. পত্ৰকিনারা কণ্টকে পরিণত হয় । উদাহরণ — শিয়ালকাঁটা ( Argemone ) ।
iv. উপপত্র কন্টকে পরিণত হয় । উদাহরণ — বাবলা ( Acacia ) ।