সরল পত্র ও যৌগিক পত্রের পার্থক্য
সরল পত্র ও যৌগিক পত্রের পার্থক্য
একক পত্র বা সরল পত্র ও যৌগিক পত্রের মধ্যে পার্থক্যগুলি হল—
একক পত্র বা সরল পত্র :
1. একটি অখন্ড বা আংশিক খন্ডিত ফলক নিয়ে গঠিত ।
2. এককপত্রের কক্ষে কাক্ষিক মুকুল থাকে ।
3. পত্রমূলে উপপত্র থাকতে পারে ।
4. ফলকে মধ্যশিরা থাকে ।
5. একক পাতাগুলি যে অক্ষের উপর সাজানাে থাকে তার শীর্ষে শীর্ষ মুকুল থাকে ।
6. উদাহরণ — আম , জবা , চন্দ্রমল্লিকা , করবী প্রভৃতি ।
যৌগিক পত্র :
1. একাধিক পত্ৰক নিয়ে গঠিত ।
2. পত্রকের কক্ষে কোনাে কাক্ষিক মুকুল থাকে না ।
3. পত্রকের মূলে কখনও উপপত্র থাকে না ।
4. যৌগিক পত্রের পত্ৰক-অক্ষ থাকে ।
5. পত্রক শীর্ষে কখনও মুকুল থাকে না ।
6. উদাহরণ — গােলাপ , তেঁতুল , শুশনি প্রভৃতি ।