পল্লবপত্র ও শল্কপত্রের মধ্যে পার্থক্য

পল্লবপত্র ও শল্কপত্রের মধ্যে পার্থক্য 

পল্লবপত্র ও শল্কপত্রের মধ্যে পার্থক্যগুলি হল 一

পল্লবপত্র :

1. স্বাভাবিক আকৃতি সম্পন্ন সবুজ বর্ণের পাতা । 

2. এরকম পাতা সবৃন্তক ও অবৃন্তক হয় । 

3. এরকম পাতা বায়বীয় । 

4. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ।

শল্কপত্র :

1. ক্ষুদ্র , ঝিল্লিময় , বাদামি বর্ণের পাতা । 

2. এর পাতা অবৃন্তক । 

3. এরকম পাতা বায়বীয় বা ভূনিম্নস্থ । 

4. সালােকসংশ্লেষে অংশগ্রহণ করে না ।

error: Content is protected !!