শিরাবিন্যাস কাকে বলে
Contents
শিরাবিন্যাস কাকে বলে

যে নির্দিষ্ট পদ্ধতিতে শিরা উপশিরাগুলি ফলকের ওপরে বিন্যস্ত থাকে , তাকে শিরাবিন্যাস বলে ।
শিরাবিন্যাস এর প্রকারভেদ
জালিকাকার শিরাবিন্যাস :
যখন মধ্যশিরা ক্রমাগত শাখাশিরা ও উপশিরায় বিভক্ত হয়ে ফলকের মধ্যে জালক সৃষ্টি করে , তখন তাকে জালিকাকার শিরাবিন্যাস বলে । উদাহরণ — অশ্বত্থ পাতা ।
সমান্তরাল শিরাবিন্যাস :
যখন মধ্যশিরা থেকে উৎপন্ন শিরাগুলি ফলকে সমান্তরালভাবে বিন্যস্ত থাকে , তখন তাকে সমান্তরাল শিরাবিন্যাস বলে । যেমন — কলাপাতা ।
জালিকাকার ও সমান্তরাল শিরাবিন্যাস নিম্নলিখিত প্রকারের হয় —
একশিরাল শিরাবিন্যাস :
ফলকে একটি মাত্র প্রধান শিরা থাকলে , তাকে একশিরাল শিরাবিন্যাস বলে । যেমন :
জালিকাকার একশিরাল — আমপাতা ।
সমান্তরাল একশিরাল — কলাপাতা , সর্বজয়া পাতা ।
বহুশিরাল শিরাবিন্যাস :
ফলকে একের অধিক প্রধান শিরা থাকলে , তাকে বহুশিরাল শিরাবিন্যাস বলে । যেমন :
জালিকাকার বহুশিরাল — কুমড়ােপাতা ।
সমান্তরাল বহুশিরাল — বাঁশপাতা ।
অপসারী বহুশিরাল :
এক্ষেত্রে বৃন্তের অগ্রভাগ থেকে উৎপন্ন প্রধান শিরাগুলি ফলকের বিভিন্ন প্রান্তে বিস্তৃত থাকে , যেমন :
i. জালিকাকার বহুশিরাল অপসারী — কুমড়ােপাতা ।
ii. সমান্তরাল বহুশিরাল অপসারী — তালপাতা ।
অভিসারী বহুশিরাল :
এক্ষেত্রে বৃন্তের অগ্রভাগ থেকে উৎপন্ন প্রধান শিরাগুলি ফলকে বিস্তৃত হওয়ার পর পুনরায় ফলকের অগ্রে পরস্পরের সঙ্গে মিলিত হয় । যেমন :
i. জালিকাকার বহুশিরাল অভিসারী — তেজপাতা , কুলপাতা ।
ii. সমান্তরাল বহুশিরাল অভিসারী — বাঁশপাতা ।