জীবন বিজ্ঞান

পাতার কাজ

পাতার কাজ 

সাধারণ কার্যাবলি :

i. সালােকসংশ্লেষ : পাতা ক্লোরােফিল যুক্ত হওয়ায় সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে ।

ii. গ্যাসীয় আদানপ্রদান : পত্ররন্ধ্র সালােকসংশ্লেষ ও শ্বসনের জন্য প্রয়ােজনীয় গ্যাসীয় পদার্থের আদানপ্রদানে সাহায্য করে । 

iii. বাষ্পমোচন : পাতায় অবস্থিত পত্ররন্ধ্র উদ্ভিদের বাষ্পমােচনে সহায়তা করে । এই বাষ্পমােচনের ফলে রসের উৎস্রোত ঘটে এবং উদ্ভিদদেহ শীতল হয় । 

iv. রেচন : উদ্ভিদ পাতায় রেচন পদার্থ জমা রাখে , পরে পত্রমােচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে । 

বিশেষ কার্যাবলি :

i. খাদ্য ও জল সঞ্চয় : পাতা ভবিষ্যতের জন্য জল ও খাদ্য সঞ্চয় করে রাখে । যেমন — পুঁই গাছের পাতা , পেঁয়াজের শল্ক ইত্যাদি । 

ii. আরােহণ : সম্পূর্ণ পাতা বা পাতার অংশ বিশেষ আকর্ষে পরিণত হয়ে দুর্বল উদ্ভিদকে আরােহণে সহায়তা করে । যেমন — মটর ।

iii. আত্মরক্ষা : উদ্ভিদের সমগ্র পাতা বা পাতার অংশবিশেষ কণ্টকে পরিণত হয়ে উদ্ভিদকে শত্রুর হাত থেকে রক্ষা করে । যেমন — ফণীমনসা , খেজুর পাতা । 

iv. পতঙ্গ ধরা : কলশপত্রী উদ্ভিদের পাতা কলশে রূপান্তরিত হয়ে পতঙ্গ ধরে প্রােটিনের চাহিদা মেটায় । যেমন — কলশপত্রী । 

v. বংশবিস্তার : কিছু উদ্ভিদ পাতার মাধ্যমে বংশবিস্তার করে । যেমন — পাথরকুচি । 

vi. পরাগযােগ : লাল পাতা ( Poinsectia ) উদ্ভিদে উজ্জ্বল বর্ণের কচি পাতা পতঙ্গদের আকর্ষণ করে পরাগযােগে সাহায্য করে ।

vii. নাইট্রোজেন পুষ্টি : আর্ডিসিয়া , সাইকরসিয়া ( Ardisia , Psychotria ) প্রভৃতি উদ্ভিদের পাতা নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া বসবাসের জন্য বিশেষ জায়গা তৈরি করে দেয় , এরা উদ্ভিদের নাইট্রোজেন পুষ্টিতে সাহায্য করে ।

error: Content is protected !!