মৃদগত কান্ড ও মূলের পার্থক্য

মৃদগত কান্ড ও মূলের পার্থক্য 

মৃদগত কান্ডমূলের মধ্যে পার্থক্যগুলি হল 一

মৃদগত কান্ড :

1. মৃদগত কান্ডে পর্ব , পর্বমধ্য ও শল্কপত্র থাকে । 

2. এতে সাধারণত কাক্ষিক মুকুল ও অগ্রমুকুল থাকে । 

3. এতে মূলত্র থাকে না । 

4. এর নির্দিষ্ট শাখাবিন্যাস আছে । 

5. অস্থানিক মূল থাকে । 

6. শাখা বহির্জনি‌ষ্ণু ।

মূল :

1. মূলে পর্ব , পর্বমধ্য ও শল্কপত্র থাকে না । 

2. মূলে সাধারণ কোনাে মুকুল থাকে না । 

3. এতে মূলত্র থাকে । 

4. এর নির্দিষ্ট শাখাবিন্যাস নেই । 

5. অস্থানিক মূল থাকে না । 

6. শাখা অন্তৰ্জনি‌ষ্ণু ।

error: Content is protected !!