জীবন বিজ্ঞান

পর্ণকান্ড ও ক্ল্যাডােডের মধ্যে পার্থক্য

পর্ণকান্ড ও ক্ল্যাডােডের মধ্যে পার্থক্য 

পর্ণকান্ড ক্ল্যাডােড এর মধ্যে পার্থক্য গুলি হল一

পর্ণকান্ড :

1. পর্ণকান্ডে একাধিক পর্বমধ্য থাকে । 

2. কান্ড চ্যাপটা , সবুজ , স্থূল ও রসালাে হয় । 

3. পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয় । 

4. চ্যাপটা কান্ডের পর্ব থেকে মুকুল ও ফুল সৃষ্টি হয় । 

5. বৃদ্ধি অনিয়ত । 

উদাহরণ : ফণীমনসা ( Opuntia ) ।

ক্ল্যাডােড :

1. ক্ল্যাডােডে একটি মাত্র পর্বমধ্য থাকে । 

2. কান্ড এবং ছােটো শাখা চ্যাপটা , সবুজ ও পাতার মতাে হয় । 

3. ক্ল্যাডােডে পাতা থাকে না । 

4. ক্ল্যাডােডে কোনাে মুকুল বা ফুল সৃষ্টি হয় না । 

5. বৃদ্ধি নিয়ত বা সীমিত । 

উদাহরণ : শতমূলী ( Asparagus ) ।

error: Content is protected !!