বুলবিল কাকে বলে

বুলবিল কাকে বলে

Screenshot ২০২১০৬১৭ ১২৩০৩৪
বুলবিল কাকে বলে

কিছু উদ্ভিদের কাক্ষিক মুকুল অতিরিক্ত খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত ও গােলাকার আকৃতি ধারণ করে , একে বুলবিল বলে । পরিণত অবস্থায় বুলবিল মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে । উদাহরণ — গ্লোবা , চুপড়ি আলু , লিলি ইত্যাদি ।

বুলবিল এর বৈশিষ্ট্য 

বুলবিল এর বৈশিষ্ট্যগুলি হল一

( i ) উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে এবং ফেঁপে গােলাকার হয় ।

( ii ) বুলবিল মাটিতে পড়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে ।

বুলবিল এর কাজ 

অঙ্গজ জনন , প্রতিকূল জীবিতা , খাদ্য সঞ্চয় প্রভৃতি হল বুলবিল এর প্রধান কাজ ।

error: Content is protected !!