ক্ল্যাডোড কি
একটি মাত্র পর্বমধ্য বিশিষ্ট পর্ণকান্ডকে ক্ল্যাডোড বলে । উদাহরণ — শতমূলী ( Asparagus racemosus ) ।
ক্ল্যাডোড এর বৈশিষ্ট্য
ক্ল্যাডোড এর বৈশিষ্ট্য গুলি হল一
( i ) কান্ডটি সরু বা চ্যাপটা , সবুজ এবং সীমিত বৃদ্ধি সম্পন্ন হয় ।
( ii ) কান্ড সবুজ হওয়ার জন্য সালােকসংশ্লেষে সক্ষম ।