পর্ণকান্ড কি
পর্ণকান্ড কি

জাঙ্গল উদ্ভিদের পাতাগুলি খুব ক্ষুদ্রাকৃতি হওয়ায় বা কাঁটায় রূপান্তরিত হওয়ায় কান্ড পাতার মতাে সবুজ , চ্যাপটা , রসালাে আকার ধারণ করে সালােকসংশ্লেষে অংশ নেয় ; একে পর্ণকান্ড বা ফাইলোক্ল্যাড বলে । পর্ণকান্ডে পর্ব ও পর্বমধ্য দেখা যায় । পর্ণকান্ড সালােকসংশ্লেষ ছাড়াও জল ও খাদ্য সঞ্চয় করে । উদাহরণ — ফণীমনসা ( Opuntia dillenii ) ।
পর্ণকান্ডের বৈশিষ্ট্য
পর্ণকান্ডের বৈশিষ্ট্য গুলি হল一
( i ) এরা একধরনের রূপান্তরিত কান্ড । সাধারণত জাঙ্গল ( xerophyte ) উদ্ভিদে দেখা যায় ।
( ii ) উদ্ভিদের কান্ড রূপান্তরিত হয়ে পাতার মতাে চ্যাপটা হয়ে যায় এবং সবুজ বর্ণ ধারণ করে ।
( iii ) পাতাগুলি কাঁটায় রুপান্তরিত হয় ও বাষ্পমােচন রােধ করে ।
( iv ) কান্ডে পর্ব ও পর্বমধ্য থাকে ।
( v ) পর্ণকান্ডে পর্ব থেকে মুকুল ও শাখা উৎপন্ন হয় ।
( vi ) পর্ণকান্ড একটি মাত্র পর্বমধ্যযুক্ত হলে তাকে একক পর্ণকান্ড বা ক্ল্যাডােড ( Cladode ) বলে । একক পর্ণকান্ডের উদাহরণ হল 一 শতমূলী ( Asparagus racemosus ) ।
পর্ণকান্ডের কাজ
এই ধরনের উদ্ভিদে কান্ড সবুজ হওয়ায় পাতার মতাে সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে ।