শাখা কন্টক কাকে বলে

শাখা কন্টক কাকে বলে

Screenshot ২০২১০৬১৭ ১১৪৮৪৮1
শাখা কন্টক কাকে বলে

যেসব উদ্ভিদের কাক্ষিক মুকুল বা শাখা সাধারণভাবে বৃদ্ধি লাভ না করে আত্মরক্ষার জন্য শক্ত ও ছুঁচোলাে কণ্টকে রূপান্তরিত হয় তাদের শাখা কন্টক বা স্টেম থর্ন বলে । শাখা কন্টক সরাসরি সংবহন কলার সঙ্গে যুক্ত থাকে । উদাহরণ — দুরন্ত ( Duranta repens ) , বেল ( aegle marmelos ) এবং প্রুনস ( prunus ) । 

শাখা কন্টক এর বৈশিষ্ট্য 

শাখা কন্টক এর বৈশিষ্ট্য গুলি হল —

( i ) উদ্ভিদের পর্বের কাক্ষিক মুকুল শাখা , পাতা ও পুষ্প উৎপন্ন না করে কণ্টকে রুপান্তরিত হয় ।

( ii ) অনেক সময় শাখা কণ্টক থেকে পাতা ও ফুল সৃষ্টি হয় । 

( iii ) এরা সরল বা শাখান্বিত হয় ।  

শাখা কন্টক এর কাজ 

আত্মরক্ষা শাখাকণ্টকের প্রধান কাজ ।

error: Content is protected !!