জীবন বিজ্ঞান

শাখা কন্টক কাকে বলে

শাখা কন্টক কাকে বলে

Screenshot ২০২১০৬১৭ ১১৪৮৪৮1
শাখা কন্টক কাকে বলে

যেসব উদ্ভিদের কাক্ষিক মুকুল বা শাখা সাধারণভাবে বৃদ্ধি লাভ না করে আত্মরক্ষার জন্য শক্ত ও ছুঁচোলাে কণ্টকে রূপান্তরিত হয় তাদের শাখা কন্টক বা স্টেম থর্ন বলে । শাখা কন্টক সরাসরি সংবহন কলার সঙ্গে যুক্ত থাকে । উদাহরণ — দুরন্ত ( Duranta repens ) , বেল ( aegle marmelos ) এবং প্রুনস ( prunus ) । 

শাখা কন্টক এর বৈশিষ্ট্য 

শাখা কন্টক এর বৈশিষ্ট্য গুলি হল —

( i ) উদ্ভিদের পর্বের কাক্ষিক মুকুল শাখা , পাতা ও পুষ্প উৎপন্ন না করে কণ্টকে রুপান্তরিত হয় ।

( ii ) অনেক সময় শাখা কণ্টক থেকে পাতা ও ফুল সৃষ্টি হয় । 

( iii ) এরা সরল বা শাখান্বিত হয় ।  

শাখা কন্টক এর কাজ 

আত্মরক্ষা শাখাকণ্টকের প্রধান কাজ ।

error: Content is protected !!