শাখা আকর্ষী কাকে বলে
শাখা আকর্ষী কাকে বলে

দুর্বল কান্ড বিশিষ্ট উদ্ভিদের আরােহণের জন্য কান্ড থেকে সরু তারের মতাে , প্যাঁচানাে অঙ্গ নির্গত হয় , একে শাখা আকর্ষী বা স্টেম টেনড্রিল বলে । কান্ড আকর্ষে পাতা উৎপন্ন হয় না ।
উদাহরণ 一 আঙুর ( Vitis vinifera ) , হাড়জোড়া ( vitis quadrangularis ) প্রভৃতি গাছের অগ্ৰমুকুল ; ঝুমকোলতার ( Passiflora foetida ) কাক্ষিক মুকুল ; কুমড়াে গাছের ( Cucurbita maxima ) অতিরিক্ত কাক্ষিক মুকুল আকর্ষে রূপান্তরিত হয় ।
শাখা আকর্ষীর বৈশিষ্ট্য
শাখা আকর্ষীর বৈশিষ্ট্যগুলি হল一
( i ) দুর্বল কান্ড বিশিষ্ট উদ্ভিদের কাক্ষিক মুকুল অনেক সময় সরু প্যাঁচানাে তারের মতাে অঙ্গে রুপান্তরিত হয় ।
( ii ) শাখা আকর্ষী সরল বা শাখান্বিত হয় ।
শাখা আকর্ষীর কাজ
শাখা আকর্ষী কোনাে অবলম্বনকে ধরে দুর্বল কান্ডকে আরােহণ করতে সাহায্য করে ।