জীবন বিজ্ঞান

গুড়িকন্দ কাকে বলে

গুড়িকন্দ কাকে বলে

Screenshot ২০২১০৬১৭ ১১০৪১২7
গুড়িকন্দ কাকে বলে

যেসব মৃদগত কান্ড খাদ্য সঞ্চয়ের ফলে বৃহদাকার ধারণ করে এবং গুঁড়ির মতো দেখায় তাদের গুড়িকন্দ বা করম বলে । উদাহরণ — ওল ( amorphophallus campanulatus ) ।

গুড়িকন্দ এর বৈশিষ্ট্য 

গুড়িকন্দ এর বৈশিষ্ট্য গুলি হল—

( i ) মৃদগত কান্ডের মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ পরিবর্তিত কান্ড হল গুড়িকন্দ । খাদ্য সঞ্চয়ের ফলে এটি বৃহৎ গুঁড়ির মতাে আকার ধারণ করে এবং উল্লম্বভাবে মাটিতে অবস্থান করে । 

( ii ) এরা বেশ শক্ত , পুরু ও প্রায় গােলাকার এবং খাড়াভাবে বাড়ে । 

( iii ) গুড়িকন্দে সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য বর্তমান । । 

( iv ) পর্বমধ্য শুল্কপত্র দিয়ে ঘেরা থাকে ।

 ( v ) শল্কপত্রের কক্ষ থেকে কাক্ষিক মুকুল সৃষ্ট হয় । এই মুকুল অপত্য গুড়িকন্দ উৎপন্ন করে । চলতি কথায় এদের মুখী বলে । 

( vi ) পরিবর্তিত গুড়িকন্দের বিভিন্ন স্থান থেকে অস্থানিক মূল উৎপন্ন হয় । 

( vii ) গুড়িকন্দের শীর্ষে অগ্ৰমুকুল থেকে অনুকুল ঋতুতে ভৌম পুষ্পদন্ড সৃষ্ট হয় ।

error: Content is protected !!