গুড়িকন্দ কাকে বলে
গুড়িকন্দ কাকে বলে

যেসব মৃদগত কান্ড খাদ্য সঞ্চয়ের ফলে বৃহদাকার ধারণ করে এবং গুঁড়ির মতো দেখায় তাদের গুড়িকন্দ বা করম বলে । উদাহরণ — ওল ( amorphophallus campanulatus ) ।
গুড়িকন্দ এর বৈশিষ্ট্য
গুড়িকন্দ এর বৈশিষ্ট্য গুলি হল—
( i ) মৃদগত কান্ডের মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ পরিবর্তিত কান্ড হল গুড়িকন্দ । খাদ্য সঞ্চয়ের ফলে এটি বৃহৎ গুঁড়ির মতাে আকার ধারণ করে এবং উল্লম্বভাবে মাটিতে অবস্থান করে ।
( ii ) এরা বেশ শক্ত , পুরু ও প্রায় গােলাকার এবং খাড়াভাবে বাড়ে ।
( iii ) গুড়িকন্দে সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য বর্তমান । ।
( iv ) পর্বমধ্য শুল্কপত্র দিয়ে ঘেরা থাকে ।
( v ) শল্কপত্রের কক্ষ থেকে কাক্ষিক মুকুল সৃষ্ট হয় । এই মুকুল অপত্য গুড়িকন্দ উৎপন্ন করে । চলতি কথায় এদের মুখী বলে ।
( vi ) পরিবর্তিত গুড়িকন্দের বিভিন্ন স্থান থেকে অস্থানিক মূল উৎপন্ন হয় ।
( vii ) গুড়িকন্দের শীর্ষে অগ্ৰমুকুল থেকে অনুকুল ঋতুতে ভৌম পুষ্পদন্ড সৃষ্ট হয় ।